ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি প্রতিপক্ষের সাথে প্রতিযোগিতা করবেন না বলে প্যারিস অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আলজেরিয়ার জুড়ো খেলোয়াড় মেসাউদ রেদোয়ানে দ্রিস। চলতি অলিম্পিকের প্রথম ম্যাচে তার ইসরাইলি প্রতিপক্ষ দোহার বাটবুলের বিরুদ্ধে খেলার কথা ছিল।
গতকাল রোববার (২৮ জুলাই) অলিম্পিক ম্যাচ থেকে আলজেরিয়ার খেলোয়াড় নাম প্রত্যাহার করে নেয়ার পর আন্তর্জাতিক জুডো ফেডারেশন সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে ইসরাইলি খেলোয়াড় বাটবুলকে বিজয়ী ঘোষণা করে।
এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো অলিম্পিক গেইমসে আলজেরিয়ার জুডো খেলোয়াড়রা বাটবুলের মুখোমুখি হওয়া থেকে বিরত থাকলেন। ২০২১ সালে টোকিও গেইমসে আলজেরিয়ার ফেথি নুরিন বাটবুলের সাথে সম্ভাব্য দ্বিতীয় রাউন্ডের ম্যাচ এড়াতে ইভেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।
সূত্র: পার্সটুডে











