শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় ইসরায়েলি হামলায় নিহত ৩৫

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় নতুন করে ৩৫ জন ফিলিস্তিনি নিহত ও ৫৫ আহত হয়েছে।

গতকাল শুক্রবার (২ আগষ্ট) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর গত ২৪ ঘণ্টার বোমা হামলায় নিহত ও আহত হয়েছেন তারা। তবে হতাহতের সংখ্যা আরও বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে অনেকেই চাপা পড়েছেন। যারা চাপা পড়েছেন তাদেরকে গণনার মধ্যে ধরা হয়নি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত প্রায় ১০ মাসে ইসরাইলি হত্যাকান্ডে গাজ্জায় মোট নিহত হয়েছেন ৩৯ হাজার ৪৮০ জন এবং আহত হয়েছেন ৯১ হাজার ১২৮ জন। গত বছর ইসরাইলি হত্যাকান্ড শুরু হওয়ার পর থেকে গাজ্জায় যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানিয়ে আসছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়।

সূত্র : আনাদোলু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ