রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বেসামরিক জনসংখ্যার মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে গাজ্জার বর্তমান পরিস্থিতি খুবই উদ্বেগজনক। ইসরাইলি আগ্রাসনে বেশিরভাগই নারী ও শিশু মারা গেছেন। জাতিসংঘ বলছে, মৃতের সংখ্যা এরইমধ্যে ৪০,০০০-এর কাছাকাছি পৌঁছেছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনে বর্তমানে যা চলছে তাতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটার আশঙ্কা করছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতসহ সমস্ত যুদ্ধের শান্তিপূর্ণ মীমাংসা চায় মস্কো।
রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, গাজ্জা সংঘাতের মূল কারণ হলো একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন সংক্রান্ত আন্তর্জাতিক প্রস্তাব উপেক্ষা করা।
সূত্র: পার্সটুডে











