কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ-সদস্য ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ আগষ্ট) রাতে কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় চট্টগ্রাম শহরের পাচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক শরিফুল হক রাত সাড়ে ১০টায় গণমাধ্যমকে বলেন, নগরীর পাঁচলাইশ থানাধীন জিইসি মোড় থেকে বদিকে আটক করা হয়েছে। কক্সবাজারের সাবেক এই এমপির নাম ইয়াবা ব্যবসায়ীদের তালিকায় রয়েছে।









