পাকিস্তান সেনাবাহিনীর হামলায় তেহরিকে তালেবান পাকিস্তানের (টিটিপি) শীর্ষ নেতা কারী আমজাদ ইলিয়াস ওরফে মুফতী মুযাহিম নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দা খোরাসান ডায়েরির এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, তেহরিকে তালেবান পাকিস্তানের (টিটিপি) শীর্ষ নেতা কারী আমজাদ ইলিয়াস ওরফে মুফতী মুযাহিম নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়ার বাজুড়ে পাক সেনাবাহিনীর এক অভিযানে তিনি নিহত হোন।
পাক সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তারা খোরাসান ডায়েরিকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোরে বাজুড়ে একটি অভিযান পরিচালিত হয়। এতে ফিতনাতুল খাওয়ারিজ বা টিটিপির শীর্ষ নেতা মুফতী মুযাহিম নিহত হোন।
এছাড়াও জানানো হয় যে, মুফতী মুযাহিম ইতোপূর্বে টিটিপির উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দলটির নেতৃত্ব পরিষদের বিশেষ সদস্য ও ছায়া প্রতিরক্ষামন্ত্রীও ছিলেন।
পাক সেনাবাহিনীর অপর এক বিবৃতিতে জানানো হয়, খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর পৃথক পৃথক অভিযানে ফিতনাতুল হিন্দুস্তান ও ফিতনাতুল খাওয়ারিজের (বেলুচ বিচ্ছিন্নতাবাদী ও টিটিপি) ১৮ সদস্য নিহত হয়েছে।
এছাড়া পাক সংবাদমাধ্যম দা ডনের খবরে বলা হয়, কুররামে টিটিপির সাথে মুখোমুখি সংঘর্ষে পাক সেনাবাহিনীর মোট ৬ জন সদস্য নিহত হয়েছে।









