মঙ্গলবার | ২৩ সেপ্টেম্বর | ২০২৫

আল্লামা শফী হত্যা মামলায় সরকারের সম্পৃক্ততা নেই; তদন্তে পুলিশ সহযোগিতা করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর কথিত হত্যাকাণ্ডের মামলার সঙ্গে সরকারের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর এলেনবাড়িতে গণপূর্ত সম্পদ অধিদপ্তরে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

আহমদ শফী রহ. এর কথিত হত্যাকাণ্ডের মামলা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আল্লামা শফী সাহেবের অনুসারীরা, তার ভক্তরা কিংবা তার প্রিয়জনরা মামলাটি করেছেন। এর সঙ্গে সরকারের কোন সংশ্লিষ্টতা নাই। মামলার তদন্তে পুলিশ সব ধরনের সহযোগিতা করবে।

বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন জানিয়ে তিনি আরও বলেন, বিচার বিভাগ এই মামলাগুলো নিয়ে নিজেরাই সিদ্ধান্ত নেবে কি করবেন, কত দ্রুততার সাথে এটা শেষ করবেন। আমাদের এখানে করার কিছু নাই। যেটা আমাদের করণীয় সেটা হলো তদন্ত করা। বিচার বিভাগের নির্দেশনা পেলে তদন্তটা আমরা সময়মত করে দেব।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img