মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

লেবানন জুড়ে পেজার বিস্ফোরণ; আহত প্রায় ৩ হাজার, নিহত ৯

লেবানন জুড়ে টেলিকমিউনিকেশন ডিভাইস পেজার বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন আরো ২৭৫০ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, আট বছরের একটি বাচ্চাও মারা গেছে। ২০০ এর বেশি আক্রান্ত ব্যক্তির অবস্থা আশঙ্কা জনক। আহত সকল ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, বিস্ফোরনে আহতদের বেশিরভাগই মুখ, হাত ও পাকস্থলী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে দূর নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় পদ্ধতির এই হামলার ঘটনা ঘটে।

এই হামলার পেছনে ইসরাইল রয়েছে বলে দাবি করেছে লেবাননের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ।

সূত্র: আল জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img