মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

লেবাননের ৫ হাজার পেজারে গোপনে বিস্ফোরক ঢুকিয়ে দেয় ইসরাইল

লেবানন জুড়ে বিস্ফোরিত হওয়া টেলিকমিউনিকেশন ডিভাইস পেজারে গোপনে বিস্ফোরক দ্রব্য ঢুকিয়ে দিয়েছিল ইসরাইল বলে জানা গেছে। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এমনটিই জানিয়েছে।

সূত্র থেকে জানা গেছে, প্রায় মাসখানেক আগে তাইওয়ান থেকে কয়েক হাজার পেজার কিনেছিল হিজবুল্লাহ। এখান থেকে প্রায় ৫ হাজার পেজারের মধ্যে বিস্ফোরক ঢুকিয়ে দেয় ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ।

এই বিস্ফোরণে লেবাননের প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছে। যার মধ্যে হিজবুল্লাহর সদস্যসহ লেবাননে ইরানের রাষ্ট্রদূতও রয়েছে। নিহত হয়েছে আরো ৯ জন।

লেবাননের নিরাপত্তা সূত্র থেকে আরও জানা যায়, এসব পেজার তৈরি করেছিল তাইওয়ানের গোল্ড এপোলো নামে একটি কোম্পানি।

তবে এক বিবৃতিতে এই বিষয়টি অস্বীকার করেছে কোম্পানিটি। তাদের দাবি, এটি ‘বিএসি’ নামে অন্য একটি কোম্পানি তৈরি করেছে যাদের কাছে গোল্ড এপোলো ব্রান্ডের নাম ব্যবহারের লাইসেন্স রয়েছে।

সূত্র: রয়টার্স

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img