মঙ্গলবার | ২৮ অক্টোবর | ২০২৫

লেবাননে ইসরাইলের হামলায় এখন পর্যন্ত শহীদ ৫৫৮; নিন্দা ও দ্রুত যুদ্ধ বন্ধের আহবান রাশিয়ার

লেবাননে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৫৫৮ জন শাহাদাত বরণ করেছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জায়োনিস্ট ইসরাইলের নৃশংস হামলায় এখন পর্যন্ত আমাদের ৫৫৮ জন নাগরিক শাহাদাত বরণ করেছেন। তন্মধ্যে নারী ও শিশুর সংখ্যা যথাক্রমে ৯৪ ও ৫০।এছাড়া আহত হয়েছেন ১৮৩৫ জন।

অপরদিকে ইসরাইলের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, লেবাননের সর্বশেষ রকেট হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন ইসরাইলী আহত হয়েছে। তাদের তাবারিয়ার বুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া লেবাননে বড় পরিসরে যুদ্ধ অব্যাহত রাখায় ইসরাইলের নিন্দা জানিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, আমরা লেবাননে বড় পরিসরে ইসরাইলের সামরিক অভিযানের নিন্দা জানাচ্ছি। আহবান জানাচ্ছি দ্রুত নৃশংস অভিযান বন্ধের।

অপরদিকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্রটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গাজ্জা গণহত্যা অব্যাহত রাখায় নেতানিয়াহুর সরকারের তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, নেতানিয়াহু চান যুদ্ধ চালিয়ে যেতে। তার মন্ত্রী স্মট্রিচ ও বেন গাভীর চান ইসরাইলী জিম্মিদের বলি দিয়ে যেতে।

সূত্র: আল জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img