মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

আক্রমণের মুখে ইসরাইল ছেড়ে পালাচ্ছে ইহুদিরা

গত এক বছরের বিভিন্ন সময়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস, লেবাননের শিয়া সসস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরান। এসব আক্রমণের মুখে ইসরাইল ছেড়ে অন্যত্র চলে যাওয়ার প্রবণতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে সেখানে বসবাসরত ইহুদিদের মধ্যে।

শনিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির দৈনিক পত্রিকা মারিভ।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ৭ মাসে প্রায় ৪০ হাজার ইহুদি ইসরাইল ছেড়ে অন্য দেশে চলে গেছে। যা যুদ্ধের আগের অভিবাসনের তুলনায় তিনগুণ বেশি।

বিদেশে অর্থ স্থানান্তরের বিষয়ে পত্রিকাটি জানিয়েছে, গত ৭ মাসে প্রায় ৭০০ কোটি মার্কিন ডলার বিদেশে স্থানান্তরিত করেছে এসব ইহুদিরা।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধের একটি নীতি হিসেবে প্রায় ১০ লক্ষ ইসরাইলি বিদেশী পাসপোর্ট পেয়েছে।

সূত্র: আল মায়াদিন ইংলিশ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ