গত ১ অক্টোবর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলে বৃষ্টির মতো মিসাইল নিক্ষেপ করে ইরান। এসব মিসাইলের আঘাতে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তেল আবিব। এই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫৩ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি বলে জানিয়েছে ইসরাইলের সংবাদমাধ্যমগুলো।
রবিবার (১৩ অক্টোবর) সম্পত্তি করের তথ্য বিশ্লেষণ করে এ বিষয়টি জানিয়েছে ইসরাইলের দৈনিক পত্রিকা ইয়েদিওথ আহরোনোথ।
ইয়েদিওথ আহরোনোথের প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবরের ১ তারিখে চালানো মিসাইল হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫০ থেকে ২০০ মিলিয়ন শেকেল বা ৪০ থেকে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরাইলের উপর শুধুমাত্র মিসাইল হামলার ফলে এই বিশাল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মিসাইল হামলার ফলে বেশ কয়েকটি সামরিক ঘাঁটিসহ ইসরাইলের প্রায় ১০ টি স্থান মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে এক্ষেত্রে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসারুল্লাহ, ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াহ ও ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কমান্ডারের হত্যার প্রতিশোধ নিতে গত ১ অক্টোবর ইসরাইলে ১৮০ টি মিসাইল নিক্ষেপ করে তেহরান।
সূত্র: মিডল ইস্ট মনিটর











