মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় ইসরাইলী হামলায় নিহত ৬২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪২ হাজার ৩০০ জনে পৌঁছেছে। এছাড়া এ পর্যন্ত আহত হয়েছে আরও ৯৮ হাজারের বেশি ফিলিস্তিনি।

সোমবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানায় গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাইলী বাহিনীর অব্যাহত আগ্রাসনে ৬২ জন নিহত এবং আরও ২২০ জন আহত হয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

এ পর্যন্ত মোট অন্তত ৯৮ হাজার ৬৮৪ জন ব্যক্তি আহত হয়েছে।

ইসরাইলী আগ্রাসনে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ