মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইলি হামলায় ইয়াহইয়া সিনওয়ারের শাহাদতবরণ নিশ্চিত করল হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস-এর প্রধান ইয়াহইয়া সিনওয়ার গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় শাহাদতবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১৮ অক্টোবর) হামাস-এর সিনিয়র নেতা খলীল হাইয়া এ কথা নিশ্চিত করেন।

তিনি বলেন, সাহসী ও নির্ভীক শহীদ ইয়াহইয়া সিনওয়ার আমাদের মুক্তির লক্ষ্যে তাঁর জীবন উৎসর্গ করেছেন। তাঁর শাহাদাতে গোটা মুসলিম উম্মাহ ও আরব জাতির প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, শহীদ ইয়াহইয়া সিনওয়ার তাঁর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন। ইসরাইলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে শাহাদাতের উচ্চ মর্যাদা লাভ করা পর্যন্ত তাঁর জিহাদ অব্যাহত ছিল।

খলীল হাইয়া বলেন, ফিলিস্তিন পরিপূর্ণভাবে মুক্ত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। শহীদ সিনওয়ারের রক্ত প্রতিরোধ সংগ্রামকে আরও বেশি দৃঢ় ও শক্তিশালী করবে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ