বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

ভারতের ত্রিপুরা থেকে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফ

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার পৃথক দুই স্থান থেকে অন্তত পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২ নভেম্বর) দেশটির সীমান্তরক্ষী বাহিনী এক বিজ্ঞপ্তিতে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে।

বিএসএফ জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ত্রিপুরার সিপাহীজালা জেলার কমলা সাগরের কাছে অভিযান চালান বিএসএফ সদস্যরা। এ সময় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন বাংলাদেশের গোপালগঞ্জ জেলার বাসিন্দা। অপরজন বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা। তিনি ওই তিন বাংলাদেশিকে ভারতে প্রবেশে সহায়তা করেন।

এছাড়া পৃথক এক অভিযানে ত্রিপুরার উনাকোটি জেলার সমরূপা সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বিএসএফ। তিনি বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, একই দিনে পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারত-বাংলাদেশ আন্তঃসীমান্ত এলাকায় চোরাচালানের কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বিএসএফ। এ সময় অন্তত ১২টি গবাদিপশু উদ্ধার এবং ৯০০ কেজি চিনি ও ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ