বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

কানের প্রদাহে জি-২০ সম্মেলনে উপস্থিতি বাতিল করলেন সৌদি যুবরাজ বিন সালমান

কানের প্রদাহজনিত সমস্যা থাকায় এবারের জি-২০ সম্মেলনে উপস্থিত থাকছেন না সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমান।

রবিবার (১৭ নভেম্বর) ব্লুমবার্গের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এবারই প্রথম নয় যে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান কোনো অনুষ্ঠান আয়োজিত হওয়ার স্বল্প সময় পূর্বে উপস্থিতি বাতিল করেছেন, বরং এর আগেও তিনি এমনটি করেছেন। ১৮ ও ১৯ নভেম্বর ব্রাজিলে হতে যাওয়া ২দিন ব্যাপী জি-২০ এর ১৯তম শীর্ষ সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে নিজ পিতা বাদশাহ সালমানের ফুসফুসের প্রদাহজনিত কারণ দেখিয়ে জাপানে পূর্বপরিকল্পিত রাষ্ট্রীয় সফর বাতিল করেছিলেন তিনি।

প্রতিবেদনে আরো বলা হয়, রাষ্ট্রীয় কাজে ও আমন্ত্রণে ঘনঘন দূর-দূরান্তে সফরের কারণে তার কানে ঘা সৃষ্টি হয়েছে। প্রদাহজনিত ঘায়ের কারণে কানের ছিদ্র প্রায় বন্ধ হয়ে গিয়েছে। যা থেকে সেরে উঠতে চিকিৎসা নিচ্ছেন তিনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img