শুক্রবার, মার্চ ২১, ২০২৫

যুদ্ধ বিরতি চুক্তি ভঙ্গ করে লেবাননে ইসরাইলের হামলা; নিহত ১১

লেবাননে আবারো যুদ্ধ বিরতি চুক্তি লঙ্ঘন লংঘন করে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এতে ভিন্ন ভিন্ন দুটি হামলায় মোট ১১ জন লেবানিজ নিহত হয়েছেন। যার মধ্যে একজন রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মীও রয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ইসরাইলের হামলার কারণে দক্ষিণ লেবাননের হারিসে ৫ জন ও তালুসাহতে ৪ জন নিহত হয়েছেন। এর আগে এক হামলায় আরো ২ জন নিহত হয় বলে জানা গেছে।

হিজবুল্লাহ বলছে, যুদ্ধবিরতি চুক্তি ভেঙে লেবাননের বিভিন্ন স্থানে প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে ইসরাইল। শুধু তাই নয়, দেশের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলিও ছুড়েছে তারা।

উল্লেখ্য, গত বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে লেবাননের মাটিতে ব্যাপক হামলা চালিয়েছে বর্বর ইসরাইলি বাহিনী। এতে প্রায় দেশটির প্রায় ৪ হাজার মানুষ নিহত হয়।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img