সিরিয়ার সুন্নি মুসলমানরা দ্রুত অগ্রসর হওয়ার কারণে কঠিন বিপাকে পড়েছে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্রদেশ ইরান। এমতাবস্থায় সামরিক কমান্ডার এবং অন্যান্য ইরানি কর্মকর্তাদের সরিয়ে নেওয়া শুরু করেছে তেহরান।
আঞ্চলিক ও ইরানি কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়া থেকে যাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার, কয়েকজন কূটনীতিক এবং তাদের পরিবার এবং বেসামরিক ব্যক্তিরা রয়েছেন।
প্রতিবেদনে আরও জানায়, কিছু কর্মকর্তা তেহরান থেকে বিমানপথে, অন্যরা স্থলপথে লেবানন, ইরাক এবং সিরিয়ার বন্দর শহর লাতাকিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে।











