সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি পৌঁছে গেছে সুন্নি মুসলমানরা। এর আগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারি বাহিনীকে পিছু হটিয়ে আলেপ্পো, হামাসহ গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নেয় সুন্নিরা।
শনিবার (৭ ডিসেম্বর) আসাদ সরকারের নিয়ন্ত্রণ থেকে দারা শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার পর দামেস্ক থেকে মুজাহিদদের দূরুত্ব দাঁড়িয়েছে মাত্র ২০ কিলোমিটার (১২ মাইল)।
সিরিয়ার উত্তর-পশ্চিমে সুন্নি মুসলমানদের জোটের নেতৃত্ব দেওয়া কমান্ডার আবদেল ঘানি বলেন, রাজধানী দামেস্কের দক্ষিণ প্রবেশপথ থেকে আমরা ২০ কিলোমিটারের কম দূরত্বে রয়েছি।











