সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এ বিষয়ে তাৎক্ষণিক বার্তা দেয় ইরান, রাশিয়া, তুরস্ক ও যুক্তরাষ্ট্র। কিছুটা দেরিতে হলেও এবার সিরিয়া নিয়ে বিবৃতি দিয়েছে সৌদি আরব।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সিরিয়ার জনগণ সংকটজনক অবস্থায় রয়েছে। তাদের এমন দুঃসময়ে পাশে আছে সৌদি আরব।
রোববার (৮ ডিসেম্বর) এক বিবৃতিতে এ কথা জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, সিরিয়ার ইতিহাসের এই সংকটময় সময়ে সৌদি তাদের সহায়তা অব্যাহত রাখবে।
কোনভাবেই যেন বিশৃঙ্খলা তৈরি না হয় এ নিয়ে সতর্কবার্তাও দিয়েছে বাদশা সালমান প্রশাসন। সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে দেশটির জনগণকে সমর্থন করার আহ্বান জানায় রিয়াদ।











