বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

সিরিয়ার ২৫০ টিরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরাইল

সিরিয়ার ২৫০টিরও বেশি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এক প্রতিবেদনে টাইমস অব ইসরাইল জানায়, বাশার আল-আসাদের পতনের পর ইসরাইলি বাহিনী তাদের ইতিহাসে সিরিয়ায় সবচেয়ে ভয়াবহতম হামলা চালিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রাষ্ট্র নিয়ন্ত্রিত ইসরাইলি আর্মি রেডিওকে জানায়, গত দুই দিনে রাজধানী দামেস্কসহ সিরিয়ার ২৫০টিরও বেশি সামরিক স্থাপনায় ইসরাইল হামলা চালিয়েছে।

সোমবার সিরিয়ার ভূমধ্যসাগরীয় লাতাকিয়া বন্দরের কাছে একটি বিমান প্রতিরক্ষা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় তেল আবিব। দামেস্কের শোনা গেছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ।

এদিকে কাতার-ভিত্তিক আল জাজিরা টেলিভিশন জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সন্ধায় দামেস্কের কাছে একটি গ্রামে চারটি বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া, দামেস্কের নিকটে তিনটি সামরিক ঘাঁটি টার্গেট করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি সৈন্যরা। হামলায় ঘাঁটিগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে একাধিক গণমাধ্যম।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img