সদ্য বিজয়ী সিরিয়ার সুন্নি মুসলিম যোদ্ধাদের সংগঠন তাহরির আল শামের (এইচটিএস) সাথে যোগাযোগের চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কাতার।দেশটির অফিসিয়াল কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থার রাইটার্স জানিয়েছে, এইচটিএস যোদ্ধাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ হয়েছে কাতারের কূটনীতিকদের। তবে তারা চেষ্টা করছে দেশটির নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মুহাম্মাদ আল বশিরের সাথে যোগাযোগ করতে।
সোমবার (১০ ডিসেম্বর) কাতারের কূটনীতিকদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ বিষয়গুলো জানায় বার্তা সংস্থা রয়টার্স।
প্রসঙ্গত, এইচটিএস কতৃক সিরিয়া বিজয়ের পর সৌদি আরবের মত আঞ্চলিক শক্তিগুলোকে তড়িঘড়ি সিরিয়ার সাথে যোগাযোগ স্থাপনের জন্য তৎপর হতে দেখা যাচ্ছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কাতারের একজন অফিসিয়াল বলেন, “সিরিয়ার সরকারি প্রতিষ্ঠানগুলোকে অক্ষুন্ন ও শান্ত রাখার বিষয়ে এইচটিএস এর একজন প্রতিনিধির সাথে কথা বলেছে কাতার।”
প্রতিবেদনে আরো বলা হয়েছে, “গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিযুক্ত হওয়া এইচটিএস নেতা মুহাম্মাদ আল বশিরের সাথে আলাপের পরিকল্পনা করেছে কাতার।”
এইচটিএস এর সাথে যোগাযোগের বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জিজ্ঞাসা করা হলেও তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া দেখায়নি দেশটির কূটনীতিকরা।
সূত্র: মিডল ইস্ট মনিটর











