তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সিরিয়ার শান্তির সম্ভাবনাকে নষ্ট করছে ইহুদিবাদী সন্ত্রাসীদে অবৈধ রাষ্ট্র ইসরাইল।
তুরস্কের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
হাকান ফিদান বলেন, সিরিয়ার জনগণ যে প্রক্রিয়ার মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে, ইসরাইল তাকে বিপন্ন করছে। গাজ্জা ধ্বংসকারী ইসরাইল এখন আমাদের সিরীয় ভাই-বোনদের ভবিষ্যতের জন্য হুমকি।
তিনি বলেন বলেন, সিরিয়ার জাতীয় ঐক্য, স্থিতিশীলতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও সমৃদ্ধিকে আমরা অত্যন্ত গুরুত্ব দেই। এসব লক্ষ্য অর্জনে আঙ্কারা সব আঞ্চলিক ও বৈশ্বিক সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করবে।
এর আগে সুন্নি মুসলমান যোদ্ধাদের আক্রমনের মুখে স্বৈরাচার আসাদ পালানোর পরপরই ইসরাইলের সন্ত্রাসী বাহিনী গোলান মালভূমির কাছে বাফার জোন দখল করে নেয়। সিরিয়াজুড়ে শত শত কাঠামোতে হামলা চালিয়েছে এ অবৈধ রাষ্ট্রটি।











