গৃহযুদ্ধ কাটিয়ে উঠতে না উঠতেই সিরিয়াতে হামলা শুরু করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। সম্প্রতি ইসরাইলি সৈন্যরা ইসরাইল ও সিরিয়ার মধ্যকার বাফার জোন দখল করে নিয়েছে। এ নিয়ে বৈশ্বিক সমালোচনার মুখে পড়েছে অবৈধ এই দেশটি। সিরিয়ার সীমান্ত অঞ্চল থেকে সৈন্য পত্যাহার করবে না জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু
তিনি বলেন, তারা সেখান থেকে সরবেন না এবং আপাতত সেখানেই থাকবে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।
নেতানিয়াহুর দপ্তর জানায়, ইসরাইলি সৈন্যরা গোলান উপত্যকার পাশের বাফার জোনে ততদিন থাকবে, যতদিন না সিরিয়ার দিকের কোন বাহিনী ইসরাইলিদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে।
অবশ্য সিরিয়া ও ইসরাইলের মধ্যে ১৯৭৪ সালে হস্তক্ষেপ না করার চুক্তি লঙ্ঘনের জন্য জাতিসংঘ, ফ্রান্স এবং অন্যান্য দেশ ইসরাইলকে অভিযুক্ত করেছে। তবে অবৈধ এই দেশটি দাবি করছে যে, এই পদক্ষেপ সাময়িক।











