সোমবার | ২৯ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জার শেষ অর্থোপেডিক সার্জন ডাক্তারকে গুলি হত্যা করলো ইসরাইল

ফিলিস্তিনের গাজ্জা উপত্যকার উত্তরের কামাল আদওয়ান হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. সাঈদ জৌদেহকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। তিনি অবসরে ছিলেন কিন্ত মানবিক সংকটের মধ্যে রোগীদের সেবা দিয়ে যাচ্ছিলেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জৌদেহ আল-আউদা হাসপাতালে একটি রোগী দেখতে যাওয়ার পথে ইসরাইলি বাহিনীর তিনি শহীদ হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।

আল-আউদা হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া জানান, দুর্ভাগ্যবশত, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ডা. সাঈদ জৌদেহ ছিলেন গাজ্জার উত্তরের শেষ অর্থোপেডিক সার্জন। তার মৃত্যুতে উত্তর গাজ্জার চিকিৎসা ব্যবস্থা আরও ভেঙে পড়েছে।

জাতিসংঘের প্রতিনিধি লুইস ওয়াটারিজ বলেন, এটি তার পরিবার ও স্থানীয় মানুষের জন্য ধ্বংসাত্মক। গাজ্জার হাসপাতালগুলো আর হাসপাতাল নেই। এখানে চিকিৎসক, সরঞ্জাম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব চরমে পৌঁছেছে। রোগীরা অযথা মারা যাচ্ছে।

এবছর অক্টোবর মাসে গাজ্জার কামাল আদওয়ান হাসপাতালে এক সংবাদ সম্মেলনে ডা. জৌদেহ “আমাদের বাঁচান” লেখা একটি প্ল্যাকার্ড তুলে ধরেন।

সূত্র : বিবিসি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ