সোমবার | ২৯ ডিসেম্বর | ২০২৫
spot_img

ঢাকা ৮: পাটওয়ারীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী ড. হেলাল

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-৮ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ড. মো. হেলাল উদ্দিন। তিনি জামায়াতের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারিকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি নাসিরুদ্দীন পাটোয়ারিকে আন্তরিক সমর্থন দিয়ে বিষয়টি জানান।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে ড. হেলাল উদ্দিন জামায়াতের প্রার্থিতা ফরম তোলেন এবং প্রায় আট মাস আগে দলীয়ভাবে প্রাথমিক মনোনয়নও পান। সে অনুযায়ী তিনি নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ শুরু করেন। তবে বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও জোটের স্বার্থ বিবেচনায় কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্তে তিনি আসনটি ছেড়ে দেন বলে জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ