সোমবার | ২৯ ডিসেম্বর | ২০২৫
spot_img

এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তিনি দলটিতে মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এ সময় তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যতে তার দলের কর্মপরিকল্পনা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

আসিফ মাহমুদ এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেও জানান নাহিদ।

আসিফ মাহমুদের বিষয়ে তিনি আরো বলেন, এনসিপির যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের জিতিয়ে সংসদে নিয়ে যাওয়ার জন্য তিনি (আসিফ মাহমুদ) কাজ করবেন। সেজন্য তাকে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নিজেও নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, আমার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। আমি মনে করি এই সময় জুলাই অভ্যুত্থানের শক্তিকে একসঙ্গে রাখা গুরুত্বপূর্ণ। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য আমি এনসিপিতে যোগদান করেছি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ