সোমবার | ২৯ ডিসেম্বর | ২০২৫
spot_img

শহীদ হাদির খুনিদের ফাঁসির দাবিতে বগুড়ায় বিক্ষোভ

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসির দাবি এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বগুড়ার ধুনট উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) আছর নামাজ শেষে ধুনট কেন্দ্রীয় জামে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর শহরের শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আয়োজন করে ধুনটের সর্বস্তরের জনতা। সমাবেশে ভারতীয় আধিপত্যবিরোধী নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

রুহুল আমিন নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জিন্নাহুর রাকিব, হুসাইন সাদ্দাম, মাওলানা রবিউল ইসলাম। এছাড়া জিসান উল হাবিব, আব্দুল্লাহ আল নোমান, কামরুল ইসলাম, আশেকী ইলাহী শিবলী, হানজেলা আল আজাদী, মেহেদী হাসান ও আশরাফুদ্দিন আল আজাদসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন গণ-অভ্যুত্থানের অগ্রভাগের একজন সাহসী সৈনিক ও আপসহীন কণ্ঠস্বর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতীয় আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনতাকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ