ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন যোদ্ধা ও জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে হাদি চত্বরে (শাহবাগ) করা বিক্ষোভের পাশ থেকে পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানার কর্মকর্তা মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, কিছু আন্দোলনকারী একজনকে থানায় এনেছে। ওনার কাছে অস্ত্র সদৃশ কিছু একটা রয়েছে। বর্তমানে তিনি ওসির রুমে আছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তির নাম আরাফাতুল ইসলাম (৩৯)। রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলায় তার বাসা। তবে আটক ব্যক্তির সঙ্গে অবরোধ কর্মসূচির বিরুদ্ধে কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।











