বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর | ২০২৫
spot_img

সিরিয়ার একাংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া

ক্ষমতাচ্যুত অত্যাচারী প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার একাংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া। তবে দেশটির সবচেয়ে বড় বিমান ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করছে না মস্কো।

রবিবার (১৫ ডিসেম্বর) সিরিয়ার সামরিক ও নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত আলাওয়াইত পর্বতমালা থেকে সৈন্য প্রত্যাহার করছে রাশিয়া। তবে সিরিয়াতে রাশিয়ার সবচেয়ে বড় বিমান ঘাঁটি লাতাকিয়াতে অবস্থান করবে রাশিয়ার সৈন্যরা। একই সঙ্গে তারতুসের নৌ-ঘাটি থেকেও সেনা প্রত্যাহারের কোন পরিকল্পনা নেই রাশিয়ার।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সিরিয়াতে থাকা রাশিয়ার বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক অফিসারকে মস্কোতে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে, সিরিয়ার সুন্নি মুসলিম যোদ্ধাদের সংগঠন তাহরির আল শামের (এইচটিএস) একজন সদস্য জানিয়েছেন, এই মুহূর্তে সিরিয়া থেকে পুরোপুরি সেরা প্রত্যাহার করছে না রাশিয়া।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img