সোমবার | ২৯ ডিসেম্বর | ২০২৫
spot_img

আগের যেকোনো সময়ের চেয়ে এবার যুদ্ধবিরতির সম্ভাবনা বেশি : হামাস

আগের যেকোনো সময়ের চেয়ে এবার যুদ্ধবিরতির সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের এক নেতা।

সোমবার (১৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়, সৌদি আশর্ক নিউজ আউটলেটে নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস নেতার সূত্রে জানিয়েছে, যুদ্ধবিরতি ও বন্দীবিনিময় চুক্তি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সম্ভাবনাময়ী।

এদিকে, আরেক হামাস নেতা বলেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাধা না দিলে আমরা এই চুক্তিটিতে উপনীত হতে পারব। আমরা এখন চুক্তি সম্পন্ন হওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছি।

এ সময় তিনি চুক্তির জন্য ওয়াশিংটনকে ইসরাইলি প্রধানমন্ত্রীর উপর চাপ দিতে হবে উল্লেখ করেন।

সূত্রটি আরও জানায়, হামাস অনেক নমনীয়তা দেখিয়ে একটি প্রস্তাব পেশ করেছে। যেখানে পর্যায়ক্রমে যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে। আর ইসরাইলি বাহিনী ধীরে ধীরে প্রত্যাহার করা হবে। তবে সেজন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের নিশ্চয়তা দিতে হবে।

সূত্র : টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ