সোমবার | ২৯ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় শীতের মধ্যে আশ্রয়হীন প্রায় ১০ লক্ষ ফিলিস্তিনি

নরওয়ের শরণার্থী বিষয়ক কাউন্সিল (এনআরসি) জানিয়েছে, গাজ্জায় শীতের মধ্যে আশ্রয়হীন প্রায় ১০ লক্ষ ফিলিস্তিনি নাগরিক।

এনআরসি জানায়, নভেম্বরের শেষের দিকে প্রয়োজনীয় আশ্রয় সামগ্রী পেয়েছে মাত্র দুই লাখ ৮৫ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। এখন আরও ৯ লাখ ৪৫ হাজার মানুষের জরুরি আশ্রয় প্রয়োজন। এই প্রচণ্ড শীতের মধ্যে বাসস্থান সংকটে দিন কাটাচ্ছেন এসব অসহায় মানুষ।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরার।

ফিলিস্তিনে এনআরসির আশ্রয়কেন্দ্রের প্রধান জেরোয়েন কোয়াঞ্জার বলেন, আশ্রয় সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তার মাত্র এক অংশ আমরা পেয়েছি।

তিনি বলেন, হাজার হাজার বাস্তুচ্যুত পরিবার প্রয়োজনীয় বাসস্থানের অভাবে প্রচণ্ড শীত এবং বৃষ্টির মধ্যে অসহায়ভাবে দিন কাটাচ্ছে। গাজ্জায় প্রয়োজনীয় সরঞ্জাম প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইলি বাহিনী। ফলে তীব্র শীতে হাজার হাজার মানুষ কষ্ট পাচ্ছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ