আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজ্জা দখলের প্রস্তাবের বিরোধিতা করে লন্ডনে বিক্ষোভ মিছিল করেছেন হাজারো ফিলিস্তিনি সমর্থক।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ওয়েস্টমিনস্টারের হোয়াইটহল থেকে কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করতে করতে দক্ষিণ-পশ্চিম লন্ডনের নাইন এলমসে অবস্থিত মার্কিন দূতাবাসের দিকে যায়। এ সময় তাদের হাতে গাজ্জা থেকে হাত সরিয়ে নাও লেখা প্ল্যাকার্ডও দেখা যায়।
এছাড়া বিক্ষোভকারীদের কাছে ‘ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়াও’, ‘মিস্টার ট্রাম্প, কানাডা আপনার ৫১তম রাজ্য নয়’, ‘গাজ্জা আপনার ৫২তম রাজ্য নয়’ লেখা ব্যানারও দেখা যায়।