বন্দী অবস্থায় মেয়ের বাবা হয়েছিলেন ইসরাইলি এক জিম্মি। মুক্তির সময় তার সন্তানের জন্য স্বর্ণমুদ্রা উপহার দিলো ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) হামাস ও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের মধ্যে বন্দী বিনিময় চুক্তির ষষ্ঠ ধাপের অংশ হিসেবে মুক্তি তিন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে একজনকে এই উপর দেয় সংগঠনটি।
ইরানা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, ডেকেল হান নামক এক ইসরাইলি নাগরিক বন্দী হওয়ার চার মাস পর কন্যা সন্তানের বাবা হন। তাই তার মেয়ের জন্য উপহার হিসাবে এই সোনার মুদ্রা উপহার দেওয়া হয়েছে। ডেকেল হান ছাড়া বাকি মুক্তিপ্রাপ্ত বন্দীরা হলেন সাশা আলেকজান্ডার ত্রুফানভ ও ইয়াইর হর্ন।









