ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এ হমলায় ৩ ফিলিস্তিনি নাগরিক শহীদ হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ফিলিস্তিনি রাষ্ট্রীয় বার্তাসংস্থা ওয়াফা জানায়, অধিকৃত পশ্চিম তীরের তুবাসের কাছে আল-ফারা ক্যাম্পে বুধবার ইসরাইলি বাহিনীর হাতে তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। নিরাপত্তা বাহিনী ওয়াফাকে জানিয়েছে, ইসরাইলের সামরিক বাহিনী তাদের বাড়িতে গুলি ও শেল নিক্ষেপ করার পর ওই তিনজন নিহত হন।
উল্লেখ্য, ইসরাইল গত এক সপ্তাহ ধরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই আক্রমণে পশ্চিম তীরে শরণার্থী শিবিরে বহু ঘরবাড়ি তারা ভেঙে দিয়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোও ধ্বংস করে দিয়েছে। এছাড়া গত ২১ জানুয়ারি পশ্চিম তীরের জেনিনে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনের কারণে কয়েক হাজার ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।









