বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

ভারতে গৃহবধূকে রাতভর গণধর্ষণ

ভারতের ব্যাঙ্গালুরুতে রাতের খাবার খাওয়ানোর কথা বলে হোটেলে নিয়ে গৃহবধূকে গণধর্ষণ করেছে চার যুবক।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে ভারতের ব্যাঙ্গালুরুর কোরামাঙ্গালাতে এ ঘটনা ঘটে।

পুলিশের কাছে করা অভিযোগে এই গৃহবধূ লিখেছেন, আমি জয়তি নিবাস কলেজ জংশনে অপেক্ষা করছিলাম। তখন আনুমানিক ২০ বছর বয়সী চার যুবক আমার কাছে আসে এবং কথা বলা শুরু করে। তারা আমার সাথে বন্ধুত্ব করার পর, আমাকে একটি হোটেলে রাতের খাবার খাবারের আমন্ত্রণ জানায়। খাবার খাওয়া শেষে, তারা আমাকে যৌন হেনস্তা করা শুরু করে। এরপর ওই হোটেলের প্রাঙ্গনে গণধর্ষণ করে এবং কাউকে এ ঘটনা না জানাতে হুমকি প্রদান করে। ধর্ষণ শেষে শুক্রবার সকাল ৬টার দিকে আমাকে ছেড়ে দেয়।

তারপর তিনি বাড়িতে এসে স্বামীকে সব তথ্য জানিয়ে দেন ওই নারী। তখন স্ত্রীকে নিয়ে থানায় যান স্বামী। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জয়েন্ট কমিশনার (ইস্ট) রামেশ বানোথ গণমাধ্যমকে বলেছেন, অভিযুক্ত সবাই হোটেলে কাজ করে এবং তাদেরকে শনাক্ত করা হয়েছে। এখন তাদের ধরতে অভিযান চালানো হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই গৃহবধূ একটি ক্যাটারিং সার্ভিসে কাজ করেন এবং বিভিন্ন ইভেন্টে খাবার সরবরাহ করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img