গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও চার জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। চারজনকে মুক্তি দেওয়া আগে মঞ্চে উঠানো হয়, এসময় জিম্মিদের একজন হাসতে হাসতে তার পাশে দাঁড়িয়ে থাকা ফিলিস্তিনি এক যোদ্ধার কপালে চুমুও খেয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) নুসিরাতের শিবিরে জিম্মি মুক্তির সময় আল-জাজিরার সরাসরি লাইভ সম্প্রচারে এ চিত্র দেখা যায়।
মুক্তিপ্রাপ্ত ইসরাইলি বন্দিরা হলেন, এলিয়া কোহেন, ওমের ওয়েঙ্কার্ট এবং ওমের শেম তোভ। নুসিরাতের হস্তান্তরের স্থানে মঞ্চে উপস্থিত হয়ে তাদেরকে হাসতে দেখা গেছে।
ইতিহাসে হয়তো এটাই প্রথম যে, কোন বন্দি মুক্তির সময় তার শত্রুপক্ষের যোদ্ধার কাপালে চুমু খাচ্ছে। এটার দ্বার প্রমানিত হয় হামাস ইসরাইলি বন্দিদের সাথে কিরূপ আচরণ করেছে এবং হামাসের মানবিক ব্যাবহার তাদেরকে প্রভাবিত করেছে।









