মঙ্গলবার | ২৭ জানুয়ারি | ২০২৬
spot_img

যুদ্ধবিরতি চুক্তি ব্যার্থ করতে নোংরা খেলা খেলছেন নেতানিয়াহু : হামাস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রি বেনিয়ামিন নেতানিয়াহু গাজ্জা যুদ্ধবিরতি চুক্তি ব্যার্থ করতে নেংরা খেলা খেলছে বলে অভিযোগ করছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দফতরের সিনিয়র সদস্য বাসেম নাঈম।

তিনি বলেন, ইসরাইল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে। যার ফলে ১০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজ্জায় মানবিক সাহায্য প্রবেশ করতে দেয়া হয়নি এবং নেটজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার করতে বিলম্ব করেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) আল-জাজিরাকে তিনি এসব কথা বলেন।

বাসেম নাঈম বলেন, আমরা খুব ভালো করেই বুঝতে পেরেছি যে, এটি তাদের দায়িত্বজ্ঞানহীন খেলা, যা চুক্তি নষ্ট করতে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার সংকেত দেয়।

ইসরাইলি কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসে হামাসের অভিযোগকে সঠিক বলে স্বীকার করেছিলেন, তবে ইসরাইল সরকার তা অস্বীকার করেছে। চুক্তির অংশ হিসেবে, ইসরাইল ৬০,০০০ স্থানান্তর যোগ্য বাড়ি এবং ২,০০,০০০ তাঁবু গাজ্জায় পাঠানোর কথা ছিল, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ