বুধবার, মার্চ ১২, ২০২৫

জনগণের হৃদয় জয় করেই ২২ বছর ক্ষমতায় রয়েছি : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তারা শুধু নির্বাচনে জিতে নয়, বরং জনগণের হৃদয় জয় করেই গত ২২ বছর ধরে ক্ষমতায় রয়েছেন।

তিনি বলেন, আমরা ঘরে প্রবেশ করার আগেই মানুষের হৃদয়ে প্রবেশ করেছি। জনগণের হৃদয় জয় করেছি বলেই ২২ বছর ধরে তুরস্কের নেতৃত্ব আমাদের হাতে রয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) আঙ্কারার স্পোর্টস হলে একে পার্টির ৮ম সাধারণ মহাসম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, জনগণের সেবার এই যাত্রা শুরুর সময় আমরা বলেছিলাম, তুরস্কে আর কিছুই আগের মতো থাকবে না। আমরা সে কথাটি বাস্তবে পরিণত করতে পেরেছি। প্রথমে আমাদের আদর্শের শক্তিকে দেশের শক্তিতে রূপান্তর করেছি। তারপর সেই শক্তি দিয়ে আমরা এই অঞ্চল ও বিশ্বে নেতৃত্বের আসনে তুরস্ককে পৌঁছে দিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের কেউ গোলাপের বাগান তৈরি করে দেয়নি। সেই গোলাপের বাগান আমরা নিজের হাতেই একটু একটু করে গড়ে তুলেছি। দরজায় দরজায় গিয়েছি, গ্রামে গ্রামে ঘুরেছি, দিন-রাত পরিশ্রম করেছি, বহু ষড়যন্ত্র নস্যাৎ করেছি, অসংখ্য বাধা ও প্রতিবন্ধকতা অতিক্রম করেছি। মানুষের হৃদয়ে যে গোলাপ রোপণ করেছি, তা যত্ন নিয়ে বড় করেছি।

তরুণদের উদ্দেশে এরদোগান বলেন, তরুণদের আমি বিশেষভাবে এই কথাগুলোতে মনোযোগ দিতে বলছি। আমরা শুধু নির্বাচনগুলো জিতেই ক্ষমতায় আসিনি, বরং আসলে মানুষের হৃদয় জয় করেই এসেছি। যদি একটি হৃদয়ও জয় করে থাকি, যদি এই জাতির হৃদয়ের প্রাসাদে আমরা সামান্য জায়গাও পেয়ে থাকি, সেটুকুই আমাদের জন্য যথেষ্ট সম্মানের। এই সত্য আমরা কখনো ভুলিনি, ভবিষ্যতেও ভুলব না।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img