মঙ্গলবার | ২৭ জানুয়ারি | ২০২৬
spot_img

এরদোগানের রাজনৈতিক দলে যোগ দিলেন জনপ্রিয় ফুটবল তারকা মাসুদ ওজিল

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের রাজনৈতিক দল একে পার্টিতে যোগ দিয়েছেন জার্মানি, রিয়াল মাদ্রিদ ও আর্সোনালের জনপ্রিয় সাবেক ফুটবল তারকা মাসুদ ওজিল।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এরদোগানের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) দলের সদস্য হয়েছেন এই ফুটবল তারকা।

জার্মানিতে জন্মগ্রহণকারী ও ২০১৪ বিশ্বকাপজয়ী ওজিল আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একে পর্টির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন। ২০০২ সাল থেকে তুরস্কের ক্ষমতায় থাকা একে পার্টির প্রধান হিসেবে নবম বারের মতো পুনঃনির্বাচিত হন এরদোগান।

ওজিল ২০২৩ সালে ফুটবল থেকে অবসর গ্রহণ করেন। তিনি দীর্ঘদিন ধরেই এরদোগানের সমর্থক ছিলেন। ২০১৯ সালে তিনি সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করেন। তার সেই বিয়েতেও উপস্থিত ছিলেন এরদোগান।

সূত্র : এএফপি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ