শুক্রবার, মে ৯, ২০২৫

আফগানিস্তানে ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত নিহত ২১ ও আহত ৪

spot_imgspot_img

আফগানিস্তানে ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ২১ জন নিহত ও ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে একথা জানায় দেশটির ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মাওলানা মুহাম্মদ ইসরাইল সাইয়ার জানান, মঙ্গলবার দুপুরে হঠাৎ প্রবল ঝড় ও শিলা সহ বৃষ্টির সম্মুখীন হয় ফারাহর পুশতে কোহ জেলা। এতে আকস্মিকভাবে ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে এখন পর্যন্ত ৪জন আহত ও ২১ জনের প্রাণহানির ঘটনা ঘটে।

এছাড়া উক্ত জেলার এক পাহাড়ি বিনোদন কেন্দ্রে পরিবার সহ ভ্রমণে গিয়ে ঝড়বৃষ্টি ও বন্যায় একটি পরিবারের আটকে পড়ার ঘটনাও ঘটে। পরিবারটি সহ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আটকে পড়াদের উদ্ধারে পরবর্তীতে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে ইমারাত সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

ইমারাতে ইসলামিয়ার সরকার আকস্মিক ভয়াবহ বন্যা ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং আহতদের দ্রুত সুস্থতার দোয়া কামনা করে।

সূত্র: বাখতার

সর্বশেষ

spot_img
spot_img
spot_img