শুক্রবার, মে ৯, ২০২৫

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা নাসিমের অবস্থা সংকটাপন্ন

spot_imgspot_img

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন।

আজ (শনিবার) সকালে নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘উনার অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশনে আছেন তিনি।

তিনি জানিয়েছেন, অস্ত্রোপচারের পর উনি ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রয়েছেন। এরপর চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

দেশবাসীর কাছে মোহাম্মদ নাসিমের জন্য দোয়া চেয়েছে তার পরিবার।

করোনা আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ভোররাতে ব্রেইন স্ট্রোক করলে জরুরি-ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়।

ব্রেইন স্ট্রোক করায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে ১ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img