ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। এসময় ৫০ ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায় ইসরাইলি সেনারা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।
ওফর প্রতিবেদন থেকে জানা যায়, সেনাবাহিনী হেবরন, তুলকারেম, কালকিলিয়া, নাবলুস, রামাল্লাহ, বেথলেহেম, জেরিকো এবং তুবাসে জিজ্ঞাসাবাদের জন্য বেসামরিক লোকদের ধরে নিয়ে যায়।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি (পিপিএস) এবং কমিশন অফ ডিটেনিস অ্যান্ড এক্স-ডিটেনিস অ্যাফেয়ার্সের মতে, রাতভর অভিযান চালিয়ে কমপক্ষে ৫০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইল।
ফিলিস্তিনি বন্দীদের মিডিয়া অফিস বুধবার জানায়, ইসরায়েলি সেনারা হেবরনের কাছে ডুরা শহরের মাজেদ আবু শারার স্কুলে হামলা চালিয়ে দুই ছাত্রকে ধরে নিয়ে গেছে।









