জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-নাগরিকদের আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। এর নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আখতার হোসেন।
আগামীকাল (২৮ ফেব্রুয়ারি), জুমার নামাজের পরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েতের মাধ্যমে দলটির আত্মপ্রকাশ হবে।
নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম হাসিনার পতন আন্দোলনের মূল সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নং সমন্বয়ক ছিলেন। নতুন দলটির সদস্য সচিব হচ্ছেন ঢাকসুর সাবেক নেতা আখতার হোসেন, যিনি আগে গণতান্ত্রিক ছাত্রশক্তির সাবেক আহ্বায়ক ছিলেন।
দলের মূখ্য সংগঠক হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী দায়িত্বে থাকবেন, তিনি এখন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক করা হয়েছে।
আগামীকাল (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরে সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে দলের আত্মপ্রকাশ ঘটবে।
প্রথমে ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি হবে, যার মধ্যে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অন্তত ১১০ জন যুক্ত হবেন।