বুধবার, মার্চ ১২, ২০২৫

গণভবনে কে যাবে, তা ভারত থেকে নয়, বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে : হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “গণভবনে কে যাবে, তা ভারত থেকে নয়, বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে।”

তিনি আরও বলেন, “সংসদে কে যাবে, তা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। দীর্ঘ দেড় দশক ধরে বিভাজনের রাজনীতি ইচ্ছাকৃতভাবে জিইয়ে রাখা হয়েছে, ফলে আমরা এখনো একটি জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে পারিনি।”

তিনি শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

নতুন দলের লক্ষ্য তুলে ধরে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে পরিচালনা করব। বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে এসে একতার রাজনীতি প্রচলন করব।”

পরিবারতন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “এ দেশ থেকে পরিবারতন্ত্রকে কবরস্থ করা হবে। আমরা রক্ত দিতে শিখেছি, আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না।”

রাজনীতিতে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচনের কথা তুলে ধরে তিনি বলেন, “এই বাংলাদেশে নেতৃত্ব উঠে আসবে যোগ্যতার ভিত্তিতে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিষ্ণুতা বজায় থাকবে।”

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img