বুধবার, মার্চ ১২, ২০২৫

বেকারত্ব থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করা আমাদের অন্যতম দায়িত্ব: আফগান মন্ত্রী

প্রতিবছর ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রায় ২০ হাজার শিক্ষার্থী গ্রাজুয়েশন সম্পন্ন করেন। আর এই বিপুলসংখ্যক শিক্ষার্থী কর্মসংস্থান করা আফগান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন দেশটির সাংস্কৃতিক ও তথ্য মন্ত্রণালয়ের যুব সম্প্রদায় বিষয়ক ডেপুটি মন্ত্রী মুহাম্মাদ ইউনুস রশিদ।

গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনলাইন বিজনেস প্লাটফর্ম বিষয়ক একটি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। একই সঙ্গে জানান, যুবকদের বেকারত্ব দূর করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আফগান সরকার।

রশিদ বলেন, “বেকারত্বের ফলে আমাদের দেশের যুবকরা পার্শ্ববর্তী এবং অমুসলিম দেশগুলোতে পাড়ি জমায়। যার ফলে তারা বিজাতীয় সংস্কৃতির প্রতি প্রভাবিত হয়ে পড়ে। যা আমাদের জন্য অত্যন্ত অপমানজনক।”

তিনি আরো বলেন, বেকারত্ব দূর করার জন্য গত তিন বছর ধরে অনলাইন বিজনেস প্লাটফর্মের উপর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়েছে যুব অধিদপ্তর।

সূত্র: দি ফ্রন্টিয়ার পোস্ট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img