বুধবার, মার্চ ১২, ২০২৫

গাজ্জায় সব ধরনের পণ্য প্রবেশ বন্ধ করে দিলো ইসরাইল

ফিলিস্তিনের যুদ্ধ বিধ্বস্ত গাজ্জায় সব ধরনের পণ্য প্রবেশ বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

রোববার (২ মার্চ) এক বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়, হামাস যুদ্ধবিরতির সময় বর্ধিত করতে রাজি না হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকোফের যুদ্ধবিরতি অব্যাহত রাখার প্রস্তাব হামাস প্রত্যাখান করেছে হামাস। প্রধানমন্ত্রী নেতানিয়াহু সিদ্ধান্ত নিয়েছেন, আজ সকাল থেকে গাজ্জা উপত্যকায় সব ধরনের পণ্য সরবরাহ বন্ধ থাকবে।

নেতানিয়াহু বলেন, যদি হামাস যুদ্ধবিরতি চায় তাহলে তাদের জিম্মিদের মুক্তি দিতে হবে। জিম্মি মুক্তি ছাড়া কোনো যুদ্ধবিরতি থাকবে না। তারা যদি যুদ্ধবিরতির মেয়াদ বর্ধিত করতে রাজি না হয় তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ইসরাইলের সঙ্গে গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যুদ্ধবিরতি শুরু হয়। ওই চুক্তিতে যুদ্ধবিরতিটি তিনটি ধাপে হওয়ার কথা উল্লেখ আছে। প্রথম ধাপের মেয়াদ হবে ৪২ দিন। এরমধ্যে যুদ্ধবিরতি শুরুর ১৬তম দিনে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। যেটির মাধ্যমে গাজ্জায় স্থায়ী যুদ্ধবিরতি হবে। তবে ইসরাইল এই চুক্তি লঙ্ঘন করে আলোচনা শুরু করেনি, কিন্তু প্রথম ধাপের মেয়াদ বর্ধিত করার চেষ্টা করছে তারা। এ কারণে হামাস আমেরিকার এমন প্রস্তাবে রাজি হয়নি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img