গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় দুইজন ফিলিস্তিনি শহীদ ও তিনজন আহত হয়েছেন। এই হামলা গাজ্জা শান্তিচুক্তি ও বন্দি আদান-প্রদান চুক্তির স্পষ্ট লঙ্ঘন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।
৩ মার্চ (সোমবার) রাফাহ শহর ও খান ইউনিসে দুটি পৃথক হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে গাজ্জার একটি মেডিকেল সূত্র।
প্রথম হামলাটি ঘটে রাফাহ শহরে। যেখানে ড্রোন হামলায় দুইজন ফিলিস্তিনি শহীদ হন।
অপর হামলাটি হয়েছে দক্ষিণ গাজ্জার খান ইউনিসে। যেখানে মিসাইল হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন।
প্রসঙ্গত, গতকাল (২ মার্চ) একই ধরনের হামলা চালিয়ে ৪ জন ফিলিস্তিনিকে শহীদ করে ইহুদিবাদী সন্ত্রাসীরা।
বিশ্লেষকরা বলছেন, এই হামলা শান্তি চুক্তির পরবর্তী ধাপের আলোচনার পুরো প্রক্রিয়াকে বিপর্যস্ত করে দিয়েছে।
এদিকে, গতকাল থেকে গাজ্জায় মানবিক সাহায্য প্রবাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল।
অন্যদিকে, দ্বিতীয় পর্যায়ের চুক্তির আলোচনার কথা থাকলেও ইসরাইলের বিশ্বাসঘাতকতার জন্য তা এখন স্থগিত রয়েছে।
উল্লেখ্য, গাজ্জায় এ পর্যন্ত ৪৮ হাজার ৩৮০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। বিশ্বজুড়ে ইসরাইলের এ সহিংসতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ হলেও তা এখনও ফলপ্রসূ হয়নি।
সূত্র: মিডল ইস্ট মনিটর









