মঙ্গলবার | ২৭ জানুয়ারি | ২০২৬
spot_img

রমাজনের পবিত্রতা নষ্ট করে প্রকাশ্যে খাওয়া-দাওয়া করায় নাইজেরিয়ায় বহু মুসলিম গ্রেপ্তার

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় রমজান মাসের পবিত্র নষ্ট করে রোজা না রেখে প্রকাশ্যে খাবার খাওয়ায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে খাবার বিক্রির দায়েও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান মাসে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখার কথা থাকলেও যেসব মুসলমানকে প্রকাশ্যে খাবার খেতে ও পানীয় পান করতে দেখা গেছে এবং সেইসাথে যারা রমজানের শুরুতে খাবার বিক্রি করছে তাদের গ্রেপ্তার করেছে উত্তর নাইজেরিয়ার কানো প্রদেশের ইসলামিক পুলিশ।

হিসবাহের ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদ্দিন বলেছেন, রোজা না রাখার জন্য ২০ জনকে এবং খাবার বিক্রির জন্য আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ২৫ জনকে শরিয়াহ আদালতে অভিযুক্ত করা হয়েছে এবং সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে।

তিনি জানান, শনিবার থেকে শুরু হওয়া এই অভিযান পুরো রমজান মাস জুড়ে চলবে। তবে আমরা অমুসলিমদের বিষয়ে এই ধরনের কোনও চিন্তা বা পদক্ষেপ নিচ্ছি না। রমজানের প্রতি কোনও অসম্মান ক্ষমা করা হবে না

তিনি আরও বলেন, এমন একটি পবিত্র মাসে রোজা রাখার কথা থাকলেও প্রাপ্তবয়স্ক মুসলমানদের প্রকাশ্যে খাওয়া-দাওয়া করতে দেখা যাওয়াটা হৃদয়বিদারক। আমরা এমন কাজ ক্ষমা করব না এবং সে কারণেই আমরা (অভিযুক্তদের) গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছি।

হিসবাহের এই কর্মকর্তা বলেন, রোজার সময়ে লোকেদের যখন প্রকাশ্যে খেতে দেখা যায় তখন মাঝে মাঝে আমরা এই বিষয়ে গোপন তথ্য পাই। আমাদের কাছে এমন লোকদের কাছ থেকে ফোন আসে যারা জনসমক্ষে লোকেদের খাওয়া দেখে ক্ষুব্ধ হয় এবং আমরা গ্রেপ্তারের জন্য সেই এলাকায় দ্রুত ছুটে যাই।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ