বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

গাজ্জা পুনর্গঠনে আরব নেতাদের পরিকল্পনা প্রত্যাখ্যান করল আমেরিকা-ইসরাইল

যুদ্ধবিধ্বস্ত গাজ্জা পুনর্গঠনে আরব নেতাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও তার মিত্র আমেরিকা।

মঙ্গলবার (৪ মার্চ) রাতে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউস এক বিবৃতিতে বলেন, আরব নেতাদের বর্তমান প্রস্তাবে গাজ্জার বাস্তবতাকে আমলে নেয়া হয়নি। বর্তমানে গাজ্জা বসবাসের অনুপযোগী। ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত বোমা এবং গোলা থাকায় সেখানে মানুষের পক্ষে বসবাস করা সম্ভব নয়।

ব্রায়ান হিউস দাবি করেন, হামাসমুক্ত গাজ্জাকে পুনর্গঠনের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্প তার পরিকল্পনায় অটল রয়েছেন। ওই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে আমরা আরো আলোচনা চালিয়ে যেতে আগ্রহী।

প্রসঙ্গত, যুদ্ধপরবর্তী গাজ্জা পুনর্গঠনের জন্য ট্রাম্পের দেয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করতে মঙ্গলবার মিসরের রাজধানী কায়রোয় এক জরুরি বৈঠকে বসেন আরব নেতারা। এতে মিসরের দেয়া প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়। সম্মেলনের সমাপনী বক্তব্যে মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল-সিসি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে সত্যিকার শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img