ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল অস্ত্র ও যুদ্ধের মাধ্যমে যা অর্জন করতে ব্যার্থ হয়েছে, তা কখনোই হুমকি ও প্রতারণার মাধ্যমে অর্জন করতে পারবে না।
বৃহস্পতিবার (৬ মার্চ) এক ভিডিও বর্তায় তিনি এসব কথা বলেন।
আবু উবাইদা বলেন, শত্রুদের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং বিশ্বাসঘাতকতা সত্ত্বেও আমরা বন্দী বিনিময় চুক্তি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো অজুহাত বাদ দিয়ে এবং প্রতিশ্রুতি রক্ষার মাধ্যমে আমাদের জনগণের রক্তপাত ঠেকাতে ও চুক্তি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা।